
গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
হুমায়ুন কবির, গৌরীপুরঃ
সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও টেকাব দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাজফুজ ইবনে ইউসুফ, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় সাংবাদিকরা।
প্রশিক্ষণে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাকে।
ভ্রাম্যমাণ প্রশিক্ষণ গাড়ির মাধ্যমে পরিচালিত এ কোর্সে ১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে মোট ৪টি ব্যাচে ১০ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন।
প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা টিএ এবং নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন,“তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই।”