রাজারহাটে মাদক ব্যবসায়ীরা এখনও ধোঁয়া ছোঁয়ার বাহিরে

আইন আদালত রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রাজারহাটে মাদক ব্যবসায়ীরা এখনও ধোঁয়া ছোঁয়ার বাহিরে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খান ইউনিয়নের মল্লিকবেগ পয়ধর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (ওরফে)খাটো ফারুক ইয়াবা সহ সবধরনের মাদকের গড়ে তুলেছেন রমরমা ব্যবসা।

 

এলাকাবাসীর কাছে জানা যায় খাটো ফারুকের এই ব্যাবসার সাথে সহযোগি হিসেবে তার চাচাতো ভাই আক্কাস আলী,সাবেক সেনা সদস্যে জুয়েল, গোলাম মেকার সহ তার ফ্যামিলির সবাই।

উক্ত গ্রামে এই বিষয়ে জানতে চাইলে গ্রামবাসী ওর ভয়ে ক্যামেরায় সামনে মুখ খুলতে নারাজ। তবে গোপন ক্যামেরার মাধ্যমে কিছুটা ভিডিও ধারণ করতে সাহ্মম হই।

এব্যাপারে এলাকাবাসী জানায় কি হবে ওর ব্যাপারে কথা বলে কারন পুলিশ এসে তার কাছ থেকে টাকা নিয়ে যায় বলে জানান আবুল হোসেন নামের এক ব্যক্তি।

খাটো ফারুকের ফ্যামিলির সাথে কথা বলতে চেষ্টা করলে ফারুকের ফ্যামিলি এ বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে চায়নি।

মোঃ বেরাজ উদ্দিন কে খাটো ফারুকের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই বিষয়ে আমরা কিছুই বলতে পারবোনা। তবে আপনাদের যেটা ভালো মনে হয় ওটাই করেন।

তবে খাটো ফারুকের ছেলেকে জিজ্ঞাসা করলে সে আমাদের উপর চড়াও হয়ে বলেন আমার বাবার আপনাদের সাথে দেখা করতে পারবে না।

তথ্য সূত্রে জানা যায়, আগে নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন গেটের সামনে ইয়াবা বিক্রি করেন।

 

অপর দিকে মাদক ব্যবসায়ী হালিম কে আটক করার পর থেকে সে এখন মনিডাকুয়া (খারুয়ার পাড়) ব্রীজে নামক স্থানে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তাই এলাকাবাসীর দাবি এই খাটো ফারুকসহ তার সহযোগীদের পুলিশ প্রশাসন গ্ৰেফতারের দাবি করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *