লালমাই বাগমারা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই বাগমারা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ

লালমাই উপজেলার প্রাণকেন্দ্র‍ বাগমারা বাজারের যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ও বাগমারা-বাঙ্গড্ডা সড়কের ২ পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।

গত ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ লালমাই উপজেলায় অবস্থিত বাগমারা বাজার, ভুশ্চি বাজার, হরিশ্চর বাজার, আটিটি বাজার, গৈয়ারভাংগা বাজার, বাংলা বাজারসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারের যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে উপজেলা প্রশাসন, লালমাই সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত), হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ভুশ্চি ফাঁড়ি থানার ইনচার্জ, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে সকল অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সম্মতি ও মতামতের প্রেক্ষিতে এসব বাজারের যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই প্রেক্ষিতে ৩০ আগস্ট, ২০২৫, শনিবার লালমাই উপজেলার বাগমারা বাজারের যানজট নিরসনে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, লালমাই থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মিলিত উদ্যোগে বাগমারা বাজার থেকে ভুশ্চি রোডস্থ রেললাইন পর্যন্ত সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান
পরিচালিত হয়।

 

পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারসমূহেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *