কুমিল্লায় ১৮ মামলার আসামীকে কুপিয়ে হত্যা !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় ১৮ মামলার আসামীকে

কুপিয়ে হত্যা !

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে আটটায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরম কে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।

নিহত মহরমের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে-হিছড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে।

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে লাঠি মিছিল


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *