রাজারহাটে মাদক, সুদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

রাজারহাটে মাদক, সুদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক,সুদ ও দুর্নীতি প্রতিরোধ ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

গত ৩০ আগস্ট শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামকে সভাপতি, সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক এবং অ্যাড রাহেনুল ইসলাম কাননকে সাংগঠনিক সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আইনজীবি, সমাজকর্মী, শিক্ষক, ইমাম, সংবাদকর্মী, ব্যবসায়ী, পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়।

মাদক, দাদন ব্যবসা (সুদ) ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় অব:প্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অ্যাড. আলী আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারী, উপজেলা ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদী, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক আতাউর রহমান রিপন, ইফতেখার রাঙ্গা, নুরুজ্জামান মন্ডল, রুবেল মিয়া সহ অনেকে বক্তব্য প্রদান করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *