
ঝিনাইগাতীতে মাদক ও মানবপাচারে বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
আব্দুল লতিফ, ঝিনাইগাতীঃ
ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়।
গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো। প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান।
এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নকশি বিওপির ইনচার্জ আ: লতিফ, আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ ), সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, যায়যায়দিন প্রতিনিধি-গোলাম রব্বানী টিটু, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইগাতী তিনআনি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ও কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন প্রমুখ।
সভায় সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো অধিকতর ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যগণ।