
মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হলো যুবদল স্বেচ্ছাসেবক দল সম্মিলিত টিম ও ছাত্রদলের টিমের মধ্যে প্রীতি ফুটবল খেলা।
শনিবার বিকেলে হাজীপুরা সমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, ইউনিয়ন বিএনপির নেতা আবদুর রহিম মজুমদার, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাঈনুল ইসলাম সুমন, সদস্য সচিব মোরশেদ আলম মানিক, সাবেক উপজেলা ছাত্রদল নেতা জসিম মেহেদী, যুবদল নেতা নজরুল ইসলাম, মহিন উদ্দীন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ লিপু, সাফায়েত হোসেন সবুজসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
খেলায় ছাত্রদলের টিম ৪-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।