
লাকসাম উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী উদ্বোধন
লাকসাম প্রতিনিধিঃ
উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ সবুজ, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদাম, পৌরসভা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম এনায়েত উল্লাহ।
এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।