
ময়মনসিংহ-১ আসনে চার
ইসলামী দলের এমপি প্রার্থী-৩
সোহেল খাঁন, হালুয়াঘাটঃ
মনোনয়ন প্রত্যাশী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে।
নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিভিন্ন দলের সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা। দলীয় কার্যক্রমবৃদ্ধি ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা।
ময়মনসিংহ- ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই ইসলামী দলের প্রার্থীরাও। আগেভাগেই মনোনয়ন নিশ্চিত করে মাঠে নেমেছেন ইসলামী দলের প্রার্থীরা।
এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ঘোষণা করেছেন ইসলামী আইনজীবী বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওঃ এডভোকেট মোঃ জিল্লুর রহমান কে ।
তিনি ইসলামী আন্দোলন এর মনোনয়ন পেয়ে হালুয়াঘাট ধোবাউড়া ব্যাপক সেমিনার ও গণসংযোগ করে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে প্রাথমিকভাবে দলটির মনোনয়ন পেয়েছেন ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি মোঃ মাহফুজুর রহমান মুক্তা ।
তিনি মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সকাল-বিকাল হাট-বাজার, গ্রাম-চৌমাথা, মসজিদ-মাদরাসা সবখানেই নিয়মিত প্রচার চালাচ্ছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) প্রার্থী হিসেবে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে মাওঃ তাজুল ইসলাম কে। তবে মনোনয়ন নিশ্চিত হলেও মাঠে গণসংযোগ ও চোখে পড়ার মতো প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে না।
খেলাফত মজলিসের( ঘড়ি মার্কা) অ্যাডভোকেট রফিকুল ইসলাম মনোনয়নপ্রত্যাশী হয়ে গ্রামগঞ্জে ঘুরছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন ইসলামী দলগুলোর কেন্দ্রীয়ভাবে জোট ঘোষণা করা হলে প্রতি আসনে ইসলামী দলগুলো একজন প্রার্থী মাঠে থেকে বাকিরা প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন বলে দায়িত্বশীলগণ জানিয়েছেন। তবে নিজ নিজ আসনে দলীয় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আগেভাগেই মনোনয়ন নিশ্চিত করে প্রার্থীদের মাঠে নামিয়েছেন। আওয়ামীলীগ মাঠে না থাকায় বিএনপির জন্য মাঠে প্রবল চ্যালেঞ্জ নেই।
কিন্তু সচেতন ভোটাররা মনে করেন ইসলামী দলগুলোর জোট গঠিত হলে এবং প্রতি আসনে ইসলামী দলের একক প্রার্থী মাঠে থাকলে বিএনপিকে শক্ত চ্যালেন্জে পড়তে হবে। আর সুযোগটি কাজে লাগাতে ইসলামী দলগুলো মাঝে আসন সমঝোতার মাধ্যমে ইসলামী দলগুলোর পক্ষ হতে একটি ব্যালটবাক্স পাঠাতে কেন্দ্রীয়ভাবে ইসলামী দলগুলো তৎপর রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণা হলে সমঝোতার উদ্যোগটি দৃশ্যমান হবে বলে জানা গেছে।
টাঙ্গাইলে আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ