বাফুফে কে ৫ কোটি টাকা দিয়েছে সরকার

খেলাধুলা জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

বাফুফে কে ৫ কোটি

টাকা দিয়েছে সরকার

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশের তৃণমূল ফুটবলের উন্নয়নের জন্য ফুটবল ফেডারেশনকে ৫ কোটি টাকা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজনের জন্য ব্যবহার করা হবে এই অর্থ। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ পরিচালক মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে সাতটি শর্ত। যার মধ্যে অন্যতম ব্যয়ের প্রতিটি খাত সঠিকভাবে অনুসরণ করতে হবে। আরও উল্লেখ করা হয়েছে, এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার করা যাবে না। ব্যয়ের বিল ও ব্যাংক বিবরণী সংরক্ষণ করে বার্ষিক নিরীক্ষায় উপস্থাপন করতে হবে। তা ছাড়া আয়কর ও ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এর আগে জানা গিয়ে ছিল, তারুণ্যের উৎসব উপলক্ষে সরকারের সহায়তায় আন্তঃজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট ও ছেলেদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে বাফুফে। 
ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, এই তিনটি টুর্নামেন্টের মোট বাজেট প্রায় ১৬ কোটি। কিন্তু বাস্তবে এর বাজেট আরও বেশি, ১৮ কোটি টাকার ওপরে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ দিয়েছে ৫ কোটি টাকা। 
আগামী ৩০ আগস্ট আন্তঃজেলা টুর্নামেন্টের উদ্বোধন হবে মুন্সিগঞ্জে। টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা অংশে নেবে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। প্রথম রাউন্ডে দলগুলোকে আটটি পটে বা অঞ্চলে ভাগ করা হয়েছে, যা জুলাই আন্দোলনের আট শহীদের নামে নামকরণ করা হয়েছে। এবারের টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১১২টি। 
আগামী নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার। তার উপস্থিতিতেই ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 
গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনার কথা প্রথম জানানো হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা দিয়ে ছিলেন সেই ঘোষণা।

https://www.sangbadtoday.com/?p=2263


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *