
চৌদ্দগ্রামে অভিমানে মাদরাসা
ছাত্রের আত্মহত্যা !
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে তামিম(১৪) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। সে শুভপুর ইউনিয়নের খিল্লাপাড়া ইমদাদুল উলুম মাদরাসার ছাত্র ও উনকোট গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
সোমবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র তামিম বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে যায়।
শনিবার মা শিক্ষিকা নাছিমা আক্তার তাকে মাদরাসায় যাওয়ার জন্য বলেন। কিন্তু মাদরাসায় না গিয়ে বাড়িতে অবস্থান করেন।
সোমবার সকালে তামিম ও তার ভাই আরাফাত হোসেনকে বাড়িতে রেখে মা নাছিমা আক্তার ওই মাদরাসায় শিক্ষকতার উদ্দেশ্যে চলে যান।
বিকেলে তিনি খবর পান ছেলে তামিম গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাশেম বলেন, ফাঁস দেওয়া তামিম হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কার্যক্রম চলমান’।