
চৌদ্দগ্রাম নানকরা আয়েশা সিদ্দিকা (রা)
মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ
চৌদ্দগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নানকরা আয়েশা সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৬আগস্ট সকাল ১০টায় প্রতিষ্ঠাতা মোঃ মজিবুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড, মোঃ হেদায়েত উল্লাহ।
তিনি শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মান ও শিক্ষার প্রসারে করনীয় বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড, মো, হেদায়েত উল্লাহ বলেন, বাস্তবতা এই যে, একজন মানুষের জীবনে ইসলামী শিক্ষার বিকল্প নেই।
শিক্ষিত হলেই হবেনা প্রয়োজন ইসলামী শিক্ষা। তবেই মানুষ সঠিক পথ খুঁজে পাবে। আপনার সন্তনের জন্য এই প্রতিষ্ঠান হোক একটি ইসলামী আদর্শ শিক্ষার মারকাজ। যারা অতিতে এই প্রতিষ্ঠান অন্যায় ভাবে বন্ধ করেছিল আজ তারা নেই। যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দেশ ও জাতীর কল্যানের বিরুদ্ধে তাদের জন্য এই দেশ এই জগৎ খুবই সংকীর্ণ। কালের বিবর্তনে ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে সালমান ও তসলিমা নাসরিনের মতো অসংখ্য লোকেরা এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের সন্তানদেরকে যত সময় দিবেন ও তাদের সাথে নমনীয় ভাবে চলবেন তারা ততই আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। পারিবারিক, সামাজিক ও অপ্রয়োজনীয় কথা বাচ্চাদের সামনে কখনো বলা যাবেনা। সন্তানদেরকে ইসলামী জীবন বিধান মেনে চলান। আপনার সন্তানের জন্য আপনিই সেরা শিক্ষক। আপনি আপনার জীবনে আল্লাহ ও তার প্রদত্ত বিধান মেনে চলতে পারলে তারাও আপনাকে অনুসরণ করে চলবে তাহলেই আপনার ভবিষ্যতের পথ সুগম হবে। বাংলাদেশে যতগুলো বাবা-মা তাদের সন্তানদের হাতে নির্যাতন নিপীড়ন হয় তা শুধুমাত্র ইসলামিক জ্ঞান না থাকার কারণে।
একজন মাদ্রাসার ছাত্র, একজন ইসলামিক তরিকায় পরিচালিত হওয়া সন্তান দ্বারা বাবা-মাকে বৃদ্ধাশ্রমের মতো একটি জায়গায় যেতে হয়না।
সুতারাং সন্তানদের ভবিষ্যৎ গড়তে এমন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকুন। সন্তানদের নিয়মিত প্রতিষ্ঠান মুখি করতে হবে। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। অশালীন ও অপ্রাসঙ্গিক কথা বলা যাবেনা। সন্তানদেরও সম্মান আছে , আপনার ব্যবহারে সে অপমানিত হলে সে সুস্থ মস্তিষ্কে বেড়ে উঠার যাত্রাতেই বাধাগ্রস্ত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো, শাহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাতিসা ইউনিয়ন সেক্রেটারি মোতাহের হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিকুর রহমান ভূঁইয়া, নানকরা আয়েশা সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাশেম, শিক্ষক কাউছার হামিদ, ওমর ফারুল মজুমদার, ইদ্রিস ফরায়েজি প্রমুখ।