উখিয়ায় সাংবাদিকের উপর হামলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা

আইন আদালত চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

উখিয়ায় সাংবাদিকের উপর হামলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা

ইয়ার রহমান আনান, কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রির ভিডিও ধারণ করায় দৈনিক গণসংযোগ পত্রিকা ও সিবিএন মাল্টিমিডিয়া-এর উখিয়া প্রতিনিধি জালাল উদ্দীন এর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে চিহ্নিত মাদক কারবারিরা।

 

গত সোমবার (৯ আগস্ট) বিকাল ৫টায় মরিচ্যা কাচাঁ বাজারে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পরে উখিয়া থানার পুলিশ তদন্ত করে আপরাধীদের শনাক্ত করেন।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আহত সংবাদকর্মী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

হামলার শিকার হওয়া গনমাধ্যমকর্মী জালাল উদ্দিন কাওসার বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার মরিচ্যা বাজারের একাধিক দোকানে প্রকাশ্যে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি হচ্ছে। গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ থাকা আব্দুল রহিম ওরফে ‘টনাইয়া’ এবং চিহ্নিত মাদক কারবারি সোনা আলম এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ মাদক ব্যবসা।

এসব খবর গুলো পাওয়ার পর অনুসন্ধানে গিয়ে গোপনে মাদক বিক্রির দৃশ্যের ভিডিও ধারণ করি।

 

ভিডিও করার কথা জানতে পেরে কারবারিরা আমাকে আটকিয়ে জোরপূর্বক অন্যস্থানে নিয়ে যায়, আমার সাথে থাকা দুইজন কৌশলে পালিয়ে যায়। তখন আমার হাতে থাকা মোবাইল, ক্যামেরা সহ সংবাদ সংগ্রহের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে মারধর শুরু করেন। আমি এক পর্যায়ে মাটিতে লুঠিয়ে পড়ি। সয্য করতে না পেরে প্রাণে বাচতে তাদের দেওয়া শর্ত মেনে কোন রখম ওইখান থেকে ফিরে আসি।

 

এ সময় তারা আমার থেকে বিভিন্ন ভাবে ভিডিও নিয়ে নেয় ডকুমেন্টস হিসাবে।

এসব ঘটনার বর্ণনা দিয়ে পুলিশকে অবগত করি।

পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।

এবং জড়িত ৮ জনকে আসামি করে অজ্ঞাত ১১/১২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করি।

মামলার প্রধান আসামিরা হলেন আব্দুর রহিম প্রকাশ (বদি-বইদ্দা) , জাহাঙ্গীর আলম প্রকাশ (সোনা আলম), কপিল উদ্দিন, মরিচ্যার আব্দুল রহমান প্রকাশ টনাইয়া, রমিজ মিস্তি হোছন সহ আরও ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এখন মামলাটি তুলে নিতে তারা নিয়মিত হুমকি দিচ্ছেন।

 

এ ঘটনায় আমি সাংবাদিক সমাজসহ প্রশাসনের কাছে সহযোগীতা কামনা করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

 

আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *