ঝিনাইগাতীতে সংবাদকর্মীর ওপর হামলা

আইন আদালত ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ঝিনাইগাতীতে সংবাদকর্মীর ওপর হামলা

আব্দুল লতিফ, শেরপুরঃ

শেরপুরের ঝিনাইগাতীতে মো. খোরশেদ আলম নামের এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন।

 

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকা থেকে তার বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

হামলার শিকার সাংবাদিক মো. খোরশেদ আলম একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমি ঝিনাইগাতী উপজেলার একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ লেখার জন্যে তথ্য সংগ্রহ করার জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ কারণে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। অবশেষে সেই হুমকি বাস্তবায়িত হলো। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।

 

এবিষয়ে অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, ঘটনাটি জানার পরেই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের সনাক্তসহ গ্রেফতারের জন্যে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের গ্রেফাতের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *