
রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর রৌমারী বিওপি কর্তৃক বিশেষ অ*ভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রৌমারী উপজেলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. নুর আলম (৫৫), পিতা মৃত আনসার আলী, গ্রাম বালাটারি, ডাকঘর: নাউডাঙ্গা, থানা ফুলবাড়ি, জেলা কুড়িগ্রাম।
আটক আসামিকে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।