
সোনাইমুড়ী পৌর রেস্ট হাউজ ভবন নির্মাণ কাজের উদ্বোধন
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌর রেস্ট হাউজ ভবনের নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাছরিন আক্তার।
মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় তিনি নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি দ্বীন আল জান্নাত, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুল আজিম,পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ তালুকদার, পৌর সহকারী প্রকৌশলী মো.জামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, পৌর সহকারী প্রকৌশলী পানি নূরে আলম মানিক,সোনাইমুড়ী কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, উপজেলা নির্বাহীর সিএ আব্দুল মতিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ তলা বিশিষ্ট পৌর রেস্ট হাউজ পৌরসভার রাজস্ব আয়ে, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ারিং এন্ড এস এইচ এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণ কাজ হাতে পেয়েছে। আশা করা যাচ্ছে, অতি দ্রুত ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।