
মাদক ব্যবসা নিয়ে মোহাম্মদপুর জেনেভা
ক্যাম্পে ২ গ্রুপের সংর্ঘষঃ অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত মাদক স্পট জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো—ফয়সাল ও সেলিম।
সোমবার বিকালে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানার নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।
এডিসি জুয়েল রানা বলেন, ‘মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে। আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করছি, আদালতে পাঠাচ্ছি। কিন্তু জামিনে বেরিয়ে তারা আবারো ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক কারবারে আধিপত্য নিয়ে গতরাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুড়েছে দুই পক্ষ।