রামগঞ্জে শ্মশান থেকে হিন্দু যুবকের মরদেহ উদ্ধার

আইন আদালত চট্টগ্রাম দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

রামগঞ্জে শ্মশান থেকে হিন্দু

যুবকের মরদেহ উদ্ধার

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চন্ডিপুর ইউনিয়নের উত্তর ফতেহপুর রমেশ কবিরাজ বাড়ীর একটি শ্মশান থেকে সঞ্জয় দে (৪৪) নামের এক সনাতনী ধর্মের যুবকের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুরে রিপন দে, রাজন দে, স্বপন কুমার দে, শকংর দে, সুজন দে ও মোঃ রাসেল নামের গ্রামপুলিশ ৬ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ সঞ্জয় দে’র উপর হামলা পরবর্তী বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর রোববার (১০ আগষ্ট) রাতে মৃতের স্বজনরা তড়িগড়ি লাশ দাহের চেষ্টা করলে পুলিশ শ্মশান থেকে সঞ্জয় দে’র লাশ উদ্ধার করে।

সঞ্জয়ের স্ত্রী শান্তনা রানী দে জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধে গত ২৮ জুলাই তার স্বামী সঞ্জয়কে পিটিয়ে মারাত্মক আহত করে চাচা ও চাচাতো ভাইয়েরা। ৩দিন আগে ঢাকার পঙ্গু হসপিটাল থেকে সঞ্জয় দে বাড়ী ফিরে আসলেও  রোববার রাতে তার স্বামী সঞ্জয় মারা যান।

এ সময় সঞ্জয় দে’র লাশ দ্রুত দাহ করার চেষ্টা করে সঞ্জয়দের স্বজনরা।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন দে, রাজন দে, স্বপন কুমার দে, শকংর দে, সুজন দে ও স্থানীয় চৌকিদার মোঃ রাসেল নামের ৬ জনকে আটক করা হয়েছে।

 

ঝিনাইগাতীতে সংস্কারের অভাবে গ্রামীণ রাস্তায় জন দুর্ভোগ


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *