
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সীমান্ত থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ১০ ব্যাটালিয়ন।
৯ আগস্ট শনিবার দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ট্যাবলেট পাওয়া যায়।
আজ রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের প্রায় ৭ কিলোমিটার ভেতরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৩১ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেয়া হবে।