লাকসামে একই পরিবারের ১৭ জনকে অপহরণের চেষ্টাঃ প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে একই পরিবারের ১৭ জনকে অপহরণের চেষ্টাঃ প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারে আদর্শ মিষ্টান্ন ভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাজিব ঘোষের পরিবারের নারী-শিক্ষাসহ ১৭ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ করায় রাজিব ঘোষ উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করা হয়।

ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে। এ ঘটনায় আহত রাজিব ঘোষ বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শিপন মিয়া পেশায় রেন্ট এ কার চালক।

সে লাকসাম পৌরসভার উত্তর পশ্চিমগাঁও
পেয়ারাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

হামলাকারী রেন্ট এ কার চালক শিপন মিয়াকে অসদাচরণের দায়ে রেন্ট এ কার এ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়েছে।

আহত আদর্শ মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক রাজিব ঘোষ পৌরসভার দক্ষিণ সাহাপাড়ার
মৃত মানিক ঘোষের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার রাতে পৌরসভার দক্ষিণ লাকসাম সাহাপাড়া এলাকায় সোহাগ কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠান শেষে রাজিব ঘোষের স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ১৭ জনকে রেন্ট এ কার চালক শিপনের মাক্রোবাসে করে দক্ষিণ লাকসাম সাহাপাড়ার কালীমন্দির সংলগ্ন বাসায় পাঠিয়ে দেয়া হয়।

তাদের বাসায় না নামিয়ে সে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুমিল্লা উদ্দেশ্যে রওয়ানা দেয়।

লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের মুখে যাওয়ার পর রাজিব ঘোষের পরিবারের লোকজন মাইক্রোবাসের জানালা খুলে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হলে সে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদ করায় আজ রোববার দুপুরে রাজিব ঘোষের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে রাজিব ঘোষকে রেন্ট এ কার চালক শিপন ৫/৬ জনকে সাথে নিয়ে লাঠিসোটা নিয়ে
অতর্কিত হামলা চালিয়ে রাজিব ঘোষের ব্যবসা প্রতিষ্ঠানে।

শিপনের সাথে থাকা লাঠি দিয়ে রাজিবের মাথায় ও হাতে আঘাত করে।

এতে রাজিবের মাথা ও হাত পেটে যায়। শিপনের সাথে থাকা ৫/৬ জন ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে।

স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাদের আটক করার চেষ্টা করলে সে তার লোকজন পালিয়ে যায়।

লাকসাম পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে।

 

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *