আমতলীর মাদক সিন্ডিকেটের মুল হোতা হিরোইনসহ গ্রেফতার

আইন আদালত রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

আমতলীর মাদক সিন্ডিকেটের

মুল হোতা হিরোইনসহ গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ

আমতলী উপজেলার মাদক সিন্ডিকেটের মুল হোতা রাসেল হাওলাদারকে হিরোইনসহ পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারে এলাকার মানুষে মধ্যে স্বস্থি ফিরে এসেছে। তারা রাসেলের কঠোর শাস্তি দাবী করেছেন।

জানাগেছে, আমতলী উপজেলায় দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত্যু বারেক হাওলাদার ছেলে রাসেল হাওলাদার গত ১২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি উপজেলার মাদক বিস্তারের গডফাদার। প্রত্যান্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছে তার নেটওয়ার্ক। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা তার নেটওয়ার্কে যুক্ত হয়েছেন।

মাদকের সফল ব্যবসায়ী হওয়ায় তিনি এর সঙ্গে তার স্ত্রী, দুই ভাই রুবেল হাওলাদার ও সজিব হাওলাদারকে যুক্ত করেছেন।

তারা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র বিক্রেতাদের কাছে মাদক পৌছে দেন এবং অর্থ আদায় করে।

অভিযোগ রয়েছে, রাসেলের সঙ্গে পুলিশ, র‌্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের সঙ্গে সখ্যতা রয়েছে। তারা তার বাড়ীতে অবাদে আসা-যাওয়া করেন।

রাসেলের বিরুদ্ধে আমতলী থানায় ৯ টি এবং স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তার বাড়ীতে অভিযান চালায়।

পরে তার ঘর থেকে পুলিশ এক গ্রাম হিরোইন ও হিরোইন পরিমাপ যন্ত্র ও প্যাকেজিং মেশিন উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাদক সিন্ডিকেটের মুল হোতা রাসেল হাওলাদারের কব্জায় পরে উপজেলার অনেক পরিবারের মাদকের নেশায় যুক্ত হয়ে পথে বসেছে। তার পরিবারের সকলেই মাদক বিক্রির সঙ্গে জড়িত।

তারা আরো বলেন, রাসেলের বাড়ীতে পুলিশ, র‌্যাব, ডিবি ও মাদক অধিদপ্তরের লোকজন আসা-যাওয়া করে। তারা রাসেলের কঠোর শাস্তি দাবী করেছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারকের নির্দেশে মাদক বিক্রেতা রাসেলকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক সিন্ডিকেটের মুল হোতা রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় ৯ টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে শিল্পনগরীতে রূপান্তর করতে চাইঃ ব্যারিস্টার মামুন

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *