রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণে বিশেষ ভুমিকা

অর্থনীতি জাতীয় রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণে বিশেষ ভুমিকা

 

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ, কেন্দ্র, সপুরা, রাজশাহীতে প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ ফ্রি ইটালি গমণ ও কর্মসংস্থানের সুযোগ দেয়া হয়।

নারীদের দক্ষ করে গড়ে তুলতে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

RMTTC তে Regular Batch এবং বিভিন্ন প্রকল্পের অর্থায়নে ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, বেকারি এন্ড প্যাস্ট্রি প্রোডাকশন ও ফুড এন্ড বেভারেজ সার্ভিস অকুপেশনে দক্ষতা অর্জনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মি: মাইকেল মিলার ও অন্যান্য প্রতিনিধিরা রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ, কেন্দ্র, সপুরা, রাজশাহীতে প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ ফ্রি ইটালি গমণ ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছেন।

সাথে সাথে ASSET Project, ILO ProGRESS Project, ILO Talent Partnership Project, GIZ Project এর মাধ্যমে ওভেন সুইং মেশিন অপারেশন, এডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টি স্কিল, টেলারিং এন্ড ড্রেস মেকিং , ব্লক বাটিক এন্ড স্ক্রিন প্রিন্ট, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, ড্রাইভিং উইথ অটো ম্যাকানিক্স, জেনারেল কেয়ার গিভার, ইলেকট্রনিকস, সোলার সিস্টেম, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, হাউস কিপিং সহ মোট ২৩টি অকুপেশনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নারী কর্মী তৈরি করছে।

 

ফলে রাজশাহী সহ আশেপাশের নারীদের স্বাবলম্বী করে গড়তে বিশেষ ভূমিকা পালন করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *