রাজশাহী স্টেশনে ট্রেন আটকিয়ে জুলাই যোদ্ধাদের অবস্থান

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

 রাজশাহী স্টেশনে ট্রেন আটকিয়ে জুলাই যোদ্ধাদের অবস্থান

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

জুলাই যোদ্ধাদের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহী রেল স্টেশনে বিশেষ ট্রেন ও ঢাকাগামী সিল্কসিটি ট্রেন প্রায় ঘন্টাব্যাপী ব্লকেট করে অবস্থান করেছে বৈষম্য বিরোধীরা।

 

মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই ব্লকেট কর্মসূচি শুরু করে।

 

ফলে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট বিলম্বে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

ব্লকেট কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী জানান, বিশেষ ট্রেন হিসেবে আমাদের জন্য যে ট্রেনটি বরাদ্দ দেয়া হয়েছে তা খুবই নিম্নমানের।

ট্রেনটি দেখার পর আমাদের মন খুব খারাপ হয়ে যায়। এজন্য আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য রেল লাইনে অবস্থান নিই। কিন্তু অন্য কোন ট্রেন না থাকায় বাধ্য হয়ে সেই ট্রেনেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শহিদুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জন্য সরকার যে ট্রেন বরাদ্দ দিয়েছে আমরা সেই ট্রেনই দিয়েছি। ট্রেনটি নন এসি হওয়ায় শিক্ষার্থীদের পছন্দ হয়নি।

 

এজন্য তারা বিশেষ ট্রেনটি আটকে দিয়ে রেল লাইনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত ট্রেনটি সকাল ০৭টা ২০মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল।

 

কিন্তু শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়ায় ট্রেনটি ৫৩ মিনিট বিলম্বে ৮টা ১৩ মিনিটে বিশেষ ট্রেনটি রাজশাহী স্টেশন ছেড়ে যায়।’

তিনি আরো বলেন, ঢাকাগামী সিল্কসিটি ট্রেন সকাল ৭টা ৪০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সেটি ৪৫ মিনিট বিলম্বে ৮টা ২৫ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

 

বিশেষ ট্রেনে কমপক্ষে ৪০০ জন শিক্ষার্থী রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

 

আর প্রায় ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী যারা বিশেষ ট্রেনটি চলে যাওয়ার পরও রেল লাইনে অবস্থান করছিলেন তাদেরকে সিল্কসিটি ট্রেনে উঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

পরবর্তী সকল রুটের ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে বলেও জানান স্টেশন ম্যানেজার।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *