আমরা আ’লীগের ১৫ বছর দুঃশাসনে অনেক নির্যাতনের শিকার হয়েছিঃ সামিরা আজিম দোলা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আমরা আ’লীগের ১৫ বছর দুঃশাসনে অনেক নির্যাতনের শিকার হয়েছিঃ সামিরা
আজিম দোলা

মশিউর রহমান সেলিম, লাকসামঃ

বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম
দোলা বলেছেন, আমরা স্বৈরাচারী আ’লীগের ১৫ বছর দুঃশাসনে অনেক নির্যাতনের শিকার হয়েছি।

রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যান্ত সচেতন ও ঐক্যবদ্ধ। জনগণের প্রয়োজনে যুগের সঙ্গে
তাল মিলিয়ে যেসব পরিবর্তন আনা দরকার এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তনের ব্যাপারে বিএনপি
অত্যন্ত সচেতন।

তিনি রবিবার বিকেলে উপজেলা মুদাফরগঞ্জ উত্তর-দক্ষিণ ইউপি বিএনপি আয়োজিত মুদাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপি’র সাবেক এমপি কর্ণেল আজিমের বিশাল শোক সভায় প্রধান অতিথির ভাষনে বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন।
২০১৬ সালে আমরা প্রথম ভীষন ২০৩০ দিয়েছি।

যেখানে রাষ্ট্রকাঠোমো সকল পরিবর্তনের কথা
এবং সংস্কারের কথা বিএনপি তুলে ধরেছে। ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান
রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফা ঘোষনা করেছেন।

বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা আরও বলেন, আপনারা মানুষের ঘরে ঘরে গিয়ে
খোঁজ খবর নেন এবং ধানের শীষের জন্য ভোট চান। আমার পিতা কর্ণেল আজিমের মত একজন
বিএনপি কর্মী হিসাবে এ অঞ্চলের মানুষ কি চায় ? সেটা অন্তত আমি বুঝি।

এ এলাকার মানুষ অর্থনৈতিক, রাজনীতি ও সামাজিক অবস্থার উন্নতি চায়।

বিশেষ করে তারা সুষ্ঠ্য গণতান্ত্রিক ব্যবস্থা চায়। রাষ্ট্রকাঠোমো সংস্কারের মাধ্যমে জাথীয় ঐক্যকে কাজে লাগাতে পারলে দেশও জাতি উপকৃত হবে।

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনটি পূর্ন বহালের জোর দাবী জানান।

বিএনপি নেতা সৈয়দ শরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত শোক সভায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল হাই, জাহিদ হোসেন, এড. দেওয়ান সামছুল হক, আনিছুর রহমান, মাঈন উদ্দিন, আবুল বাশার, মাষ্টার কাজী মোশারফ হোসেন, মাষ্টার আব্দুল কাইয়ুম ও খাজা আহমেদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *