
লালমাইতে পুনর্জাগরণ উপলক্ষে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
আজ ২৬ জুলাই ২০২৫ শনিবার জুলাই পুনর্জাগরণ উপলক্ষে, সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তাজুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত মূখ্য সংগঠক মেহেদী হাসান শুভ এবং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সিয়াম।