নিয়ামতপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন

অর্থনীতি আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা কৃষি খুলনা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি পরিবেশ বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ সিলেট

নিয়ামতপুরে জাতীয়

ফল মেলা উদ্বোধন

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
“দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় ফল মেলায় উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় ফলের পরিচিতি ও সম্ভাবনাকে তুলে ধরতেই এই মেলার আয়োজন। এ মেলায় দর্শনার্থীরা বিলুপ্তপ্রায়, অপ্রচলিত ও সম্ভাবনাময় বিভিন্ন জাতের ফল সম্পর্কে জানতে পারছেন এবং ফল চাষের নতুন প্রযুক্তি সম্পর্কেও ধারণা নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুজ্জোহা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা যেখানে ২০০ গ্রাম, সেখানে আমরা খাচ্ছি মাত্র ৫৫-৬০ গ্রাম।
এই ব্যবধান কমাতে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *