বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

সোমবার ২৬ জানুয়ারি দিন ব্যাপী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপিবপদ প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের নির্বাচনী মতবিনিময় এবং  উঠান বৈঠক ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

ধানের শীষের বিজয় করার লক্ষ্যে এবং ভোট প্রার্থনা করে জন সাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন।

সোমবার সকালে ভারেল্লা শাহ ইসরাফিল (রাঃ) মাজার জিয়ারত করেন এমপি পদ প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান। মাজার জিয়ারতের মধ্যে দিয়ে শুরু করেন গণ সংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক।

প্রথমে ভারেল্লা দক্ষিণের ভারেল্লা বাজার, গোবিন্দ পুর, শুভারামপুর, মজলিস পুর, রামপুর, এতবারপুর, পোস্ট অফিস, কংশনগর, পশ্চিম সিংহ, পারুয়ারা, রামচন্দ্র পুর, কুসুম পুর, প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আবু ইউসুফ পাখি, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,  ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, শাহীনুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, ভারেল্লা উত্তরের সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, মোঃ মোছলেম উদ্দিন, আব্দুল আলিম প্রমূখ।

এসময় দুই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *