
প্রচারনার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় শিল্প বিষয় সম্পাদক মো. আবুল কালাম নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণার প্রথম দিনেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। প্রথম দিনের প্রচারণায় লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ দলে দলে যোগ দেন। স্লোগান, মিছিল এবং পথসভায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেক জায়গায় সাধারণ মানুষ নিজ উদ্যোগে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমর্থনের কথা জানান।
এ সময় মো. আবুল কালাম বলেন, কুমিল্লা-৯ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য অধিকার ফিরে পেতে চায়।
তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে এমন জনসমাগম ও আগ্রহ দেখা যাচ্ছে।