
লাকসামে ইজারার টাকা তুলতে
গিয়ে ট্রাকটর চাপায় যুবক নিহত !
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে আজ বুধবার সকালে ট্রাকটর চাপায় শাহ আলম ওরপে আমিনুল ইসলাম(২২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত ওই যুবক নওগাঁ জেলার আত্রাই থানার তারাটিয়া গ্রামের ময়নুল হক ওরপে মুক্তার হোসেন ও সাহেনা আক্তার ওরপে পারভিন বেগমের ছেলে। নিহত ওই যুবক লাকসাম পৌরসভার হাট-বাজার ইজারাদারের পক্ষে সড়ক পরিবহন থেকে চাঁদা আদায়কারী।
পুলিশ জানায়, আজ বুধবার সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের পৌরসভার রোডে শাহ আলম ওরপে আমিনুল ইসলাম(২২) প্রতিদিনের ন্যায় হাট-বাজার ইজারাদারের পক্ষে সড়ক পরিবহন থেকে চাঁদা আদায় করছে। এ সময় লাকসাম অট্রোরাইস মিলের একটি ট্রাকটর দৌলতগঞ্জ বাজার থেকে পৌরসভার রোডে যাওয়ার পথে শাহ আলম ওরপে আমিনুল ইসলাম (২২) হাট-বাজার ইজারার টোকেন দিয়ে চাঁদা দাবী করে। ট্রাকটর চালক ইজারার টোকেনের চাঁদা দিতে অস্বীকার করে ট্রাকটরে ইঞ্জিনে ওঠে পড়ে। ট্রাকটর চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। ট্রাকটর চালক দ্রুত গতিতে ট্রাকটর চালিয়ে পৌরসভার উত্তরে ইকরা মাদরাসার সংলগ্ন স্থানে চলন্ত ট্রাকটর থেকে নামিয়ে দিলে পা ফসকে ট্রাকটরের চাকার নিছে পড়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় প্রথমে লাকসাম জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই শাহিনুল ইসলাম শাহীন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে লাশ পুলিশের জিম্মায় নিয়ে যায়। নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে।
লাকসাম থানা পুলিশের ওসি মোঃ মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।