মহেশপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় তামাক বিক্রিতে ইউএনও‘র সতর্কবার্তা

আইন আদালত খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় তামাক বিক্রিতে ইউএনও‘র সতর্কবার্তা

সুমন খাঁন, ঝিনাইদহঃ

শিক্ষাপ্রতিষ্ঠান হাসপাতাল ও জনসমাগমপূর্ণ এলাকার আশপাশে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে সরকার জারি করা নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ায় মহেশপুরে বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে দিকনির্দেশনামূলক একটি পোস্ট দিয়ে আইনটির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সবাইকে তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার উল্লেখ করেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ সংশোধন করে জারি করা অধ্যাদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং একই অপরাধ দ্বিতীয়বার বা পুনঃপুন সংঘটিত হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও উল্লেখ করেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপিংসহ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), হিটেড টোব্যাকো প্রডাক্টস এবং অন্যান্য ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এসব বিধান জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন আইনের বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে আইন মেনে চলতে এবং ধূমপানমুক্ত, সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *