লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি মোশতাক-সম্পাদক পাবেল

Uncategorized
শেয়ার করুন....,

লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি মোশতাক-সম্পাদক পাবেল

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে আ হ ম মোশতাকুর রহমান সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

মোশতাকুর রহমান নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং পাবেল পাবেল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি।

এ নিয়ে চারবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।

২০২৬-২০২৭ এই দুই বছরের জন্য প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন , কোষাধ্যক্ষ সোহেন রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন ও প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা, রাজিব হোসেন রাজু ও আফজাল হোসেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে জহির উদ্দিন ও জহিরুল ইসলাম সমান ভোট পেয়েছেন।

পরবর্তী সময়ে এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, ‘প্রেস ক্লাবের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে অতীতের মতো সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘

সভাপতি মোশতাকুর রহমান বলেন, ‘সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কার্যনির্বাহী কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ‘

এবারের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সদস্য কামাল উদ্দিন, কাজী মাকছুদুল হক, রেজাউল করিম পারভেজ ও সানা উল্লাহ সানু।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *