
লালমাইয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা
লালমাই প্রতিনিধিঃ
আজ ২ জানুয়ারী শুক্রবার লালমাই উপজেলার হরিশ্চর বাজার এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী অফিসার উম্মে তাহামিনা তিমু। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে রফিক মেম্বারকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩” অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।