
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গৌরীপুর প্রেসক্লাবের শোকবার্তা
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গৌরীপুর প্রেস ক্লাব।
১ জানুয়ারি ২০২৬: তারিখের এক শোকবার্তায় গৌরীপুর প্রেস ক্লাব জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল। দেশের ক্রান্তিলগ্নে তাঁর এই প্রয়াণ অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
গৌরীপুর প্রেস ক্লাব মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানায়।
এছাড়া শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
একই সঙ্গে মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে এই শোক কাটিয়ে ওঠার তওফিক দান করেন—সে প্রার্থনাও জানানো হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব।