
লাকসামে বিএনপি প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আবুল কালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।
পাশাপাশি তিনি নির্বাচনের পূর্বঘোষিত অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।