নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

 
জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ীঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী ১ (চাটখীল সোনাইমুড়ী) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার(২৯ ডিসেম্বর) বেলা ১১ঘটিকার সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন দিদার, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পরে ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমের মধ্য দিয়ে জাতীর আশা পূরণ হবে এবং গণতন্ত্র টেকসই হবে।
আমরা চাই দেশের সকল নাগরিক ভোটের মাধ্যমে তাদের সঠিক জনপ্রতিনিধি তারা বেছে নিবে। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আচরণ বিধি মেনে ধানের শীষের পক্ষে বিশাল জনসমর্থন তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ  আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে এবং লক্ষ্য পূরণের জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *