
বুড়িচং ছয়গ্রাম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
ইতিহাস ঐতিহ্যের স্মৃতির পাতায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন।
শনিবার ২৭ ডিসেম্বর ছয়গ্রাম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেন প্রাক্তন শিক্ষার্থী ফোরাম।
অনুষ্ঠান টি উক্ত মাদ্রাসার মাঠে উৎসব মূখর পরিবেশে নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক শরীফ মোহাম্মদ ইউসুছ, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম দেলোয়ার মামুন, অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম, দাতা সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ভিশন বাংলা গ্রুপের এক্স চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুর রহমান।
উক্ত মাদ্রাসার গভঃ বডির সভাপতি জামায়াত নেতা এবং বাকশীমূল ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোশাররফ, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন মাষ্টার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।
সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহিদ উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন প্রভাষক কামরুল হাসান, মনির হোসেন মাষ্টার, আতাউর রহমান, হাবিব প্রমূখ।
অবশেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর এমপি পদপ্রার্থী (জামায়াত মনোনীত) জননেতা ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
পুরস্কার বিতরণ এবং গুনিজন দের সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।