বুড়িচংয়ে ভরাসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ভরাসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দিনব্যাপী কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার বহু মূখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের আহ্বায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ আবুল বাশার।

১৯২৬ সালে বিদ্যালয়  প্রতিষ্ঠা করেন ভরাসার গ্রামের বরম উদ্দিনের পুত্র দানবীর আফসার উদ্দিন।

ইঞ্জিনিয়ার শাহেদুজ্জামান ও ডা. রবিউল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সচিব শামসুল হুদা ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

স্মৃতিচারন করেন ১৯৪৫ সনের প্রবীণ ছাত্র আবদুল মালেক আখন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, সাবেক সভাপতি কাজী আবদুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সালেহ আহমেদ, মো. আখতারুজ্জামান, ডা. মীর হোসেন মিঠু, শিল্পপতি এম এ মতিন এমবিএ, বাসসের কর্মকর্তা ফারুক আহমেদ ভূইয়া, আজীবন দাতা সাংবাদিক মোসলেহ উদ্দিন, শিল্পপতি মিজানুর রহমান ইকবাল মোর্শেদ, ইঞ্জিনিয়ার আবু মুসা ভূইয়া, ভাইস প্রিন্সিপাল মাসুদ পারভেজ, জাহাঙ্গীর আলম, এডভোকেট জালাল উদ্দীন, শাহানা আক্তার প্রমূখ।

দুপুরে বিরতীর পর “সোনালি সোপান” ম্যাগাজিন এর মোরক উন্মোচন করেন আহবায়ক ও অতিথি বৃন্দ।

অনুষ্ঠান উদযাপনে সহযোগিতায় ছিলেন আমেরিকার প্রবাসী ও বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।

উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুল মুকিত খান, ডা. মীর হোসেন মীঠু, কবি রানা হাসান, অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, শাহ রিয়ার কাইয়ুম দিপু, আবুল বাশার এয়ার ভাইস মার্শাল (অবঃ),

আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আহ্বায়ক আক্তারুজ্জামান, প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটি যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আপ্যায়ন উপ-কমিটি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, ইঞ্জিঃ গোলাম জিলানী, এড. জালাল উদ্দিন প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *