
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম, ১৪ সেপ্টেম্বর ২০২৫: শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের কেন্দ্রীয় কালী মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার কেন্দ্রীয় কালী মন্দির কমপ্লেক্স পরিদর্শন করেন এবং পূজা উদযাপনের সকল প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে নেন।
তিনি পূজা উপলক্ষে গৃহীত সকল প্রস্তুতি ও ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। সরকার ধর্মীয় অনুষ্ঠানাদি যথাযথ মর্যাদা ও নিরাপত্তার সাথে পালনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে আসছে।
এই পবিত্র উৎসবটি যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে, সেদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে।”
জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, দুর্গা পূজায় নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অগ্নি নিরাপত্তাসহ সকল প্রকার ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
তারা যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা পাবেন বলে জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সুভাষ সরকার।
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলার আহ্বায়ক পিযুষ কুমার রায়, সদস্য সচিব স্বপন কুমার সাহা,কুড়িগ্রাম সদর উপজেলার পুজা উদযাপন ফ্রন্ট-সদস্য সচিব তীর্থ রায়, রাজারহাট উপজেলার পুজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক-নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব-রতন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজারহাট উপজেলার আহ্বায়ক-সুশীল সরকার, সদস্য সচিব-সুজন কুমার রায়, সহসকল উপজেলার পূজা উদযাপন কমিটি ও কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজার বিভিন্ন দিক-নির্দেশনা ও প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন এবং প্রশাসনের সাথে তাদের চাহিদা ও মতামত বিনিময় করেন।
উপস্থিত নেতৃবৃন্দ সরকার ও স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রামে সুষ্ঠু ও সুন্দরভাবে দূর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।