
মহেশপুরে জাতীয় নির্বাচন সামনে
রেখে মটর সাইকেলে অভিযান
সুমন খাঁন, ঝিনাইদহঃ
ত্রৈাদশ সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার লক্ষ্যে ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর উপজেলায় পুলিশ মোটরসাইকেল চেকিং শুরু করেছে।
মঙ্গলবার সকালে এসআই বনি আমিন ও সার্জেন্ট হাবিবুর রহমান ও রাসেলের নেতৃত্বে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে মোটরসাইকেল চেকিং শুরু করে।
এ সময় পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল লাইসেন্স হেলমেট অন্যান্য কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ করে। শুরু করার আধা ঘন্টার মধ্যে পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন কারণে পুলিশ মামলা করে।
পুলিশ সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই চেকিং কার্যক্রম চালায়।
ট্রাফিক সার্জেন্ট হাবিব জানায়, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে কোন কাগজপত্র বিহীন মোটরসাইকেল রাস্তায় চলাচল করতে পারবেনা। দুপুর পর্যন্ত ১২ টি মটর সাইকেল আটক করা হয়েছে এবং মটর যান আইনে মামলা হয়েছে।