
বোয়ালখালী মিলিটারি খাল থেকে
এক যুবকের মরদেহ উদ্ধার
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন খাল থেকে নয়ন উদ্দীন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বোয়ালখালী মিলিটারি পুল এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন উদ্দীন উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা মো. কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন উদ্দীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গরু চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার নামে বোয়ালখালী থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে চোর চক্রের কয়েকজন সদস্যকে এলাকাবাসী ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নয়ন উদ্দীন আত্মরক্ষার্থে খালে ঝাঁপ দেন।
এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।