
খুলনায় সাংবাদিক কে গুলি করে হত্যা !
খুলনা প্রতিনিধিঃ
খুলনা আড়ংঘাটা থানার শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবা (৪৩) নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এমদাদুল হক মিলন একটি অনলাইন পত্রিকায় কাজ করতেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন।
এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়। আহত দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।