জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব-ডঃ মোবারক হোসাইন

আন্তর্জাতিক কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব-ডঃ মোবারক হোসাইন

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা শাখার পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইনের নেতৃত্বে।

র‍্যালিটি বুড়িচং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিচার্স মার্কেটে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ আসেনের (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এমপি প্রার্থী প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, “ দেশ ও জাতির কল্যাণে সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাদের জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব ।”

তিনি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের প্রতি দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা-৫ আসনের নির্বাচন কমিটুর সদস্য সচিব আব্দুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার আমির অধ্যাপক অহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহকারী সেক্রেটারী ফারুক চৌধুরী, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি সফি উল্লাহ, জামায়াত মনোনীত ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল, অধ্যক্ষ সুজন চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, সহ দলীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *