সোনাইমুড়ীতে ধানের শীষ জিতলেই জনগণ জিতবে-ব্যারিস্টার খোকন

আইন আদালত চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ধানের শীষ জিতলেই জনগণ জিতবে-ব্যারিস্টার খোকন

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখীল সোনাইমুড়ী) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ধানের শীষ জিতলেই জনগণ জিতবে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে মাঠে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহবায়ক মোতায়ের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজায় রাব্বি মাহবুব।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ ও নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এর নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালি প্রদক্ষিণ করা হয়।বিজয় র‌্যালিটি সোনাইমুড়ী বাইপাস চত্বরে এসে শেষ হয়।
এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়নের সভাপতি, বর্তমান নোয়াখালী ১ (চাটখীল সোনাইমুড়ী) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহমুদের খোকন বলেন, নির্বাচন বানচাল করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ হচ্ছে সাধারন মানুষের প্রতীক এবং ধানের শীষ জিতলেই জনগণ জিতবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *