
লাকসামে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল
লাকসাম প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় ইসলামি ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ইসলামি ফ্রন্টের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার প্রতীকের প্রার্থী আলহাজ্ব মীর মোঃ আবু বকর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামি ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আজমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ হাসান মাহমুদী, ইসলামী যুব ফ্রন্ট কুমিল্লা দক্ষিণের সচিব এম হেলাল উদ্দিন, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সৈয়দ গোলাম হায়দার হাসিব।
আলোচনাও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা ইসলামী ফ্রন্ট এর সভাপতি হাফেজ মাওলানা আবুল কাশেম।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, বিজয় দিবস আমাদের গৌরবের দিন, এই দিন থেকে শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।