
ব্রাহ্মণপাড়ার নওরীন গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ২ বারের সাবেক বি,আর,ডি,বি’র চেয়ারম্যান মরহুম হারিজ খানের নাতনী, বুড়িচং বাজার কমিটির সাবেক সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খানের মেঝো মেয়ে ও জেলা পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মশিউর খানের ভাতিজি ফাইরোজ অনিকা (নওরীন) গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
ফাইরোজ অনিকা ( নওরীন) এক প্রতিক্রিয়ায় বলেন যে ভবিষ্যতে একজন ভাল মানবিক ডাক্তার হতে চায়। সমাজের গরীব অসহা দুঃখী মানুষের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা করার আশাবাদ ব্যক্ত করেন। সে আরও জানায় তার দাদা মরহুম হারিজ খান এবং বড় চাচা মশিউর খান তারাও মানবিক মানুষ সমাজ সেবক ছিলেন।
বুড়িচং উপজেলায় তাদের সমাজ সেবায় অবদান রয়েছে। আমি তাদের কর্মকান্ডের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে ডাক্তার হয়ে চিকিৎসা সেবায় সমাজের অবহেলিত গরীব দুঃখী মানুষের সেবা করব। সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।