
বুড়িচংয়ে পরকীয়ার জেরে প্রবাসীর কবজি কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসী সোহাগ ভূঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে নেয়ায় এবং আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এলাকা বাসী।
শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কে পূর্ণমতি গ্রামের লোকজন এ সড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বক্তারা ও কবজি কাটা ভক্ত ভোগী সোহাগ ভূঁইয়ার ভাই ও এলাকাবাসী বলেন মামলা দায়ের করা হলে ও এক নম্বর আসামী সেনা সদস্য রেজাউল করিম ও তার ভাই ফখরুল হাসান মামলা প্রত্যাহার করার দাবীতে হুমকি ধমকী ভয়ভীতি প্রদর্শন অব্যবহৃত রেখেছে।
মামলা তুলে না নিলে সোহাগের অপর দুই ভাই কে আবার কুপিয়ে হত্যা করা হবে।
তারা আরও বলেন আসামীরা নিয়মিত এলাকায় ঘুরা ফিরা করছেন পুলিশ তাদের আটক বা গ্রেফতার করছে না। এতে সোহাগের ভাই ও তাদের সবার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে।
উল্লেখ্য
গত শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের
ভুক্তভোগী সোহাগ ভূঁইয়া জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি জানতে পারেন, তার স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে ফখরুল হাসানের অনৈতিক সম্পর্ক রয়েছে।
২০২২ সালে স্থানীয়রা ফখরুল ও মুন্নি আক্তারকে হাতে নাতে ধরলে, এলাকার স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম ও বাবুল মিয়া, ফিরোজ মিয়াসহ গণ্যমান্য মুরুব্বীগণ একটি সালিসী বৈঠক বসে এবং তাদেরকে সতর্কবার্তা দিয়ে ফখরুলের পিতা আবুল হাসেমের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২০২৩ সালের জুলাইয়ে সোহাগের সঙ্গে মুন্নি আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়।
বিবাহ বিচ্ছেদের পর সোহাগ নতুন করে বিয়ে করেন। তবে মুন্নি আক্তার ও তার পরকীয়া প্রেমিক বিভিন্ন চাপ প্রয়োগ শুরু করেন। চলতি মাসের ১ ডিসেম্বর তারা সোহাগ ভূঁইয়াকে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার সকালে সোহাগ বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফখরুল ও রেজাউল তাকে আটকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় সোহাগ ভূঁইয়ার স্ত্রী মোসাঃ দিতী বেগম বাদী হয়ে বুড়িচং থানায় শনিবার ৬ ডিসেম্বর থানায় মামলা দায়ের করে।
মানববন্ধন বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন ভূইয়া, মোঃ জালাল হোসেন ভূইয়া, দুলাল হোসেন ভূইয়া, নাঈম ভূইয়া, আবু ইসলাম,, আব্দুল মজিদ, ফরিদ উদ্দিন মেম্বার, আব্দুল সাত্তার মেম্বার, আবু তাহের ভূইয়া, মুকবুল হোসেন, জয়নাল আবেদীন সর্দার, হৃদয় হাসান, মাসুদ, সাফেদ ও জিহাদ হাসান প্রমূখ।