
লালমাইয়ে বিএনপির ৩১দফা
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪অক্টোবর (শুক্রবার)রাত ৮টায় বাগমারা দঃ ইউনিয়নের হদগড়া চৌমুহনীতে লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা হারুন অর রশিদ এর সভাপতিত্বে বাগমারা দঃ ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, বাগমারা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ বেলায়েত হোসেন সোহেল, সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ মোজাম্মেল হোসেন, বাগমারা দঃ ইউনিয়ন যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ সাগর,যুবদল নেতা মোঃ জিলানী, মোঃ আবদুল কাদির, মোঃ সোহরাব হোসেন সৌরভ, মোঃএয়াকুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রস্তাবিত আহমদ উল্লাহ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বাগমার দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদুর রহমান জাবেদ, যুবদলের সদস্য সচিব প্রস্তাবিত গাজী মিনার আলম, যুবদল নেতা মোঃ এরশাদ উল্লাহ, মোঃ ফারুক হোসেন, ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ হাবিব হোসেন প্রমূখ।
এসময়ে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১দফা বাস্তবায়ন করতে হলে আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যোকটি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাস্তবায়ন করতে সহজ হবে।
https://www.sangbadtoday.com/?p=4347