রাজশাহীতে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

 

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী জেলার দুর্গাপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ১০ মিনিটে দুর্গাপুর থানার চৌপুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের পানের বরজের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ১) মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০), পিতা: মোঃ সনাতন পেয়াদা, গ্রাম: তাহেরপুর হরিফলা, থানা: বাগমারা, রাজশাহী।

২) মোঃ আফসার আলী (৩৫), পিতা: মৃত ছামসুল হক, গ্রাম: পাড় চৌপুকুরিয়া, থানা: দুর্গাপুর, রাজশাহী।

ডিবি পুলিশের এস আই আশাফুল ইসলাম ও তার ফোর্স সিংগা বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে বিকাল ৪টায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আলাউদ্দিনের হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পর দু’জনকে আটক করে দুর্গাপুর থানায় আনা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *