
বেড়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
মোঃ রিফাত, পাবনাঃ
পাবনার বেড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মহসিন মল্লিকের উপস্থিতিতে রুনাল্ট চাকমা সভায় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন।
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সবাই মিলে কাজ করার আহ্বান জানান।
বেড়ার ঐতিহ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো জানা থাকলে উন্নয়ন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সভায় সাংবাদিকরা বেড়া উপজেলার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।
পাশাপাশি শিক্ষা খাতের সংকট, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় বেড়া প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।