সুনামগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

 সুনামগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।

বক্তৃতার শুরুতে তিনি বিজয়ের মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ। আমাদের মা অসুস্থ। আমি তাঁর দ্রুত সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, “একটি স্বাধীন দেশের সর্বোচ্চ গণতন্ত্র হলো নির্বাচন।

নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের সরকার। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা—এই চার উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সার্বিক উন্নয়নে কাজ করবো।

বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

” বক্তৃতার শেষ দিকে তিনি সকলের দোয়া ও ধানের শীষের প্রতি সমর্থন কামনা করেন এবং সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

কর্মী সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সুইডেন প্রবাসী ও সাবেক জেলা বিএনপির সদস্য মাহাবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগরসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও তাহিরপুরের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্য দেন। পরে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে একটি বিশাল মিছিল উপজেলা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ধানের শীষের প্রার্থী আনিসুল হক আবারো সংক্ষিপ্ত বক্তব্যে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *